বুড়িচংয়ে প্রতারণা করে বিদ্যুৎ বিল সংগ্রহকালে এক প্রতারক আটক

কুমিল্লার বুড়িচং উপজেলার কাকিয়ারচর এলাকায় পল্লী বিদ্যুতের বিল সংগ্রহক পরিচয়ে গ্রাহকের বিরুদ্ধে মিথ্যা বকেয়া বিল পরিশোধের দাবী করে টাকা আদায়কালে গতকাল শনিবার দুপুরে রুবেল (৩২) নামের এক প্রতারককে গ্রামবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে।

স্থানীয় সুত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কাকিয়ারচর এলাকায় জলিলের বাড়িতে গতকাল শনিবার দুপুরে রুবেল নামের এক প্রতারক এসে নিজেকে পল্লী বিদ্যুতের বিল সংগ্রাহক হিসেবে পরিচয় দিয়ে বকেয়া টাকা পরিশোধের চাপ দেয়। এসময় প্রতিবেশী লোকজন এসে রুবেলের সাথে বিতর্কে জড়িয়ে পড়লে এক পর্যায়ে সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন গ্রামবাসী তাকে ধাওয়া করে আটকে ফেলে । এসময় তার কাছ থেকে বেশ কিছু বিদ্যুৎ বিলের বকেয়া কাগজ উদ্ধার করা হয়।

পরে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়িতে খবর দিলে এসআই কামাল সঙ্গীয় ফোর্স নিয়ে রুবেলকে ফাঁড়িতে নিয়ে যায়। খবর পেয়ে পল্লী বিদ্যুতের লোকজন ফাঁড়িতে উপস্থিত হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

উল্লেখ্য প্রতারক রুবেল মোকাম ইউনিয়নের পরিহলপাড়া, মিথলমা, আবিদপুর, মনঘাটাসহ আশপাশের বিভিন্ন গ্রামে নিরিহ লোকজনদের ধোঁকা দিয়ে প্রতারনার মাধ্যমে বিগত সময়ে টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। সে জেলার চান্দিনা উপজেলার বেলাশহর এলাকার মৃত বাচ্চু মিয়ার পুত্র।

আরো পড়ুন