বুড়িচংয়ে বৃক্ষ রোপন কর্মসূচি

কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ইঞ্জিনিয়ার মো. এরশাদুল ইসলাম ফাউন্ডেশন এর উদ্যোগে পরিবেশ আন্দোলন কুমিল্লা জেলা শাখার এবং সেইভ দ্যা চাইল্ড এন্ড উইমেন সংগঠনের ব্যবস্থাপনায় গাছের চারা রোপন করা হছে।

শনিবার সকালে পূর্বহুড়া গোমতী কিন্ডারগার্টেন প্রাঙ্গণে বৃক্ষ রোপন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোসলেহ উদ্দিন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবদুস ছামাদ রুহুল আমিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মিনহাজ বিন আশরাফ মিশন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমীর ফয়সাল সিয়াম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ মীর হোসেন।

বক্তব্য রাখেন আসমা আক্তার, তাসলিমা আক্তার, জামাল হোসেন, কোহিনুর আক্তার, শিল্পী আক্তার সহ আরো অনেকে।

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের সামনে ও সড়কে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়। এছাড়া শিক্ষার্থীদের মাঝেও গাছের চারা বিতরণ করা হয়।

আরো পড়ুন