বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

নারী ধর্ষন ও নির্যাতন বন্ধ করি,নারী বান্ধব দেশ গড়ি শ্লোগান নিয়ে নারী ধর্ষণ ও নির্যাতন বিরােধী বিট পুলিশিং সমাবেশ শনিবার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ সুত্র জানায়, নারী ধর্ষন ও নির্যাতন বন্ধ করি,নারী বান্ধব দেশ গড়ি শ্লোগান নিয়ে সারাদেশের ন্যায় শনিবার কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের ইউপি কার্যালয়ে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয় ।

মোকাম ইউনিয়নের বীট পুলিশ কর্মকর্তার সভাপতিত্বে সমাবেশে চেয়ারম্যান উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বেলা ১১ টায় ৭ নং বীট পুলিশিং কার্যক্রম শুরু হয়। এতে বিট ৭ এর নেতৃত্বে থাকা দেবপুর পুলিশ ফাঁড়ির আইসি আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মকোম ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক মুন্সি, মোকাম ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হায়দার আলী,সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, ইউপি সদস্য জয়নাল,মোঃশাহাজাহান,জসিম,রফিকুল ইসলাম রফিক মেম্বার, রাহিমা আক্তার,আরমান আরা,সাবেক ইউপি সদস্য লোকমান,জাহাঙ্গীর,মহাসিন,ফারুক,ফজলু,বাচ্চু প্রমূখ উপস্থিত ছিলেন। সমাবেশে বিভিন্ন শ্রেনীপেশার লােকজনও অংশগ্রহন করে।

আরো পড়ুন