ব্রাহ্মণপাড়ায় মাদক সম্রাজ্ঞী ইয়াসমিন বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার জিরুইন এলাকা থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ মাদক সম্রাজ্ঞি ইয়াসমিন আক্তার কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে দু জনকে আসামি করে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা করেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, থানার এসআই সাইফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার রাতে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন এলাকা দিয়ে একটি সিএনজি অটোরিক্সা যাবার সময় তাদের সন্দেহ হলে গাড়িটির গতিরোধ করে। পুলিশ দেখে সিএনজি অটোরিকশা চালক দৌড়ে পালিয়ে গেলেও মাদক সম্রাজ্ঞী উপজেলার শশীদল ইউনিয়নের তেতাভূমি গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী ইয়াসমিন আক্তার (২৭)কে আটক করে পুলিশ।

সিএনজি অটোরিক্সা তল্লাশি করে ৩৬ বোতল কাফ সিরাপ, ১৫ বোতল ফেন্সিডিল, ১২ কেজি গাঁজাসহ নাম্বার বিহীন সিএনজি অটোরিকশা এবং মাদক সম্রাজ্ঞী কে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। মাদক সম্রাজ্ঞী ইয়াসমিন আক্তারসহ গাড়ির চালক দক্ষিণ তেতাভূমি গ্রামের মৃত হামিদ আলীর ছেলে মাসুদ রানা(২৮)কে আসামি করে এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় মাদক আইনে মামলা করেছে।

আরো পড়ুন