ব্রাহ্মণপাড়ায় পুকুরে বিষ দিয়ে সাড়ে ৫ লক্ষ টাকার পোনামাছ নিধন

আশিকুর রহমানঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর গ্রামে রাতের আধারে একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় সাড়ে ৫ লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির পোনা মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। এ উপলক্ষে ক্ষতিগ্রস্থ পুকুরের মালিক মোঃ হেলাল মিয়া থানায় একটি লিখিতি অভিযোগ করেছে। গত সোমবার রাতে দুলালপুর পশ্চিম পাড়া এলাকার জামে মসজিদ সংলগ্ন পুকুরে এ ঘটনাটি ঘটে। অভিযোগের প্রেক্ষিতে থানার এস আই যুযুৎসু যশ চাকমা সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উল্লেখিত ঘটনার সত্যতা পান বলে নিশ্চিত করেন।

এই ব্যাপারে উপজেলার দুলালপুর গ্রামের মৃত শব্দর আলীর ছেলে ক্ষতিগ্রস্থ মালিক মোঃ হেলাল মিয়া জানান, আমাদের এই লিজকৃত পুকুরের ১ লক্ষ ২০ হাজার পাঙ্গাস মাছের পোনাসহ দেশী, বিদেশী বিভিন্ন প্রজাতির ১ লক্ষ ৭০ হাজার পোনামাছ ছিল। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৫ লক্ষ টাকা। প্রতিদিনের ন্যায় গত রবিবার সকালে এই পুকুরটিতে মাছের খাবার দিয়ে বাড়ী চলে যাই। পরদিন সোমবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারি আমার পুকুরে সব মাছ মরে পানিতে ভেসে আছে। খবর পেয়ে আমি ও আমার অন্যান্য সহযোগীদের নিয়ে পুকুরে গিয়ে দেখি রাতের আধারে কে বা কাহারা আমাদের এই চাষকৃত পুকুরে বিষ প্রয়োগ করেছে। যার ফলে পুকুরের সব মাছ মরে পানির উপরে ভেসে আছে। পরে আমি একই দিনে উপজেলা মৎস্য কর্মকর্তাকে অবগত করি এবং ব্রাহ্মণপাড়া থানায় অজ্ঞাত নামা আসামী করে একটি লিখিত অভিযোগ দাখিল করি। পরে থানা পুলিশ অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এস আই যুযুৎসু যশ চাকমা জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছি এবং তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জরিতদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

আরো পড়ুন