ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতে ৫ মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে সাজা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের ভিশন হসপিটালে অভিযান চালিয়ে ৫ মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। গতকাল বুধবার সকালে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফৌজিয়া সিদ্দিকা ভ্রাম্যমান আদালতের এ অভিযানটি পরিচালনা করেন। এসময় ব্রাহ্মণপাড়া থানার এসআই মোঃ রাজু আহম্মেদ সঙ্গীয় ফোর্স সহ ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন।

জানা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফৌজিয়া সিদ্দিকা গোপন সংবাদের ভিত্তিতে বুধাবার সকালে উপজেলা সদরের ভিশন হসপিটালে অভিযান পরিচালনা করেন। এসময় তিনি থানা পুলিশের সহযোগিতায় বুড়িচং উপজেলা পূর্ণমতি গ্রামের বাবুল মিয়ার ছেলে নাজমুল হাসান (৩২), একই উপজেলার বুড়িচং উত্তরপাড়া গ্রামের আক্কাসের ছেলে আজাদ মিয়া (৩০), ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের আবুল বাশারের ছেলে সবুজ মিয়া (৪০), একই এলাকার মৃত নায়েব আলীর ছেলে বিল্লাল হোসেন (৩২) এবং একই উপজেলার জিরুইন গ্রামের মৃত লতিফ মিয়ার ছেলে আজাদ হোসেন (২৮) কে মাদক সেবন করার অপরাধে আটক করেন। তৎক্ষণিক ভাবে আটককৃতদের ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা করে মদক সেবনের বিষয়টি নিশ্চিত হওয়ায় নাজমুল হাসান, আজাদ মিয়াকে ৬ মাস এবং সবুজ মিয়া, বিল্লাল হোসেন ও আজাদ হোসেনকে ১ বছর করে বিনাশ্রম করাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণের আদশে দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফৌজিয়া সিদ্দিকা। পরে থানা পুলিশ সাজাপ্রাপ্তদের একইদিনে কুমিল্লা করাগারে প্রেরণ করেন।

আরো পড়ুন