ব্রাহ্মণপাড়া বুড়িচংকে শহরে পরিনত করবো-মতিন খসরু এমপি

আশিকুর রহমানঃ ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। এখন শুধু বাকি রয়েছে গ্যাস সংযোগ দেবার উল্লেখ করে আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক আইনমন্ত্রী এড. আবদুল মতিন খসরু এমপি বলেন, আগামী সংসদ নির্বাচনে নৌকার বিজয় হলে ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়া হবে। বুড়িচং ব্রাহ্মণপাড়াকে শহরে রূপন্তার করা হবে। রাস্তা ঘাট, ব্রীজ, কালবার্ট, বিদ্যুৎ সহ দেশের সকল ক্ষেত্রে আ’লীগ সকার ব্যাপক উন্নয়ন করেছে। গতকাল ২০ অক্টোবর দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে মা সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মতিন খসরু এমপি এই কথা বলেন। এসময় তিনি, দেশের এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আসন্ন সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আ’লীগকে আবারো বিজয়ী করার আহবান জানান।

সভায় শশীদল ইউপি চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের আহবায়ক আলহাজ¦ জাহাঙ্গীর খান চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা, উপজেলা আ’লীগের সিনিঃ যুগ্ম আহবায়ক এড. আব্দুল বারী, থানা অফিসার ইনচার্জ সেয়দ আবু মোঃ শাহজাহান কবির, উপজেলা শিক্ষা অফিসার সেলিম মুন্সি, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার কবির আহাম্মেদ, সহকারি শিক্ষা অফিসার আবু নোমান সরকার, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ^বিদ্যালয় কলেজ সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী, নাগাইশ বঙ্গবন্ধু সরকারী কলেজের অধক্ষ্য খলিল উদ্দিন আখন্দ, উপজেলা আ’লীগের সাবেক ত্রান সম্পাদক শাহ আলম ডিলার, মালাপাড়া ইউপি চেয়ারম্যান এ কে আজাদ ভূইয়া, নাগাইশ জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, চৌব্বাস জাহানারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস ভূইয়া, নাগাইশ মাদ্রাসার অধক্ষ্য মাওলানা মোস্তাক ফয়েজী পীর সাহেব, উপজেলা মহিলা আ’লীগের আহবায়ক এড. জাহান আরা বেগম, সদস্য সচিব আসমা মেম্বার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক, ইসরাফিল হোসেন ভূইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও চান্দলা ইউপি চেয়ারম্যান মোস্তবা আলী শাহিন, সধারন সম্পাদক বিল্লাল হোসেন সরকার, উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক গাজী আঃ হান্নান, শশীদল ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক সাদেক আহাম্মদ। উপজেলা কৃষক লীগের সভাপতি মজিবুর রহমান, সহ সভাপতি কামাল হোসেন ভূইয়া, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম সুজন, বিআরডিবি চেয়ারম্যান মাসুদ আলী হায়দার, আবু ছাইদ। পরিচালনা করেন শশীদল ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম মাস্টার ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক জসিম উদ্দিন মাস্টার। উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফোরকান আহাম্মেদ সবুজ, আলী হোসেন, ঢাকা প্রৌজন্ম লীগের আহবায়ক মোশারফ হোসেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি নাজমুল হাজান শরীফ, আনোয়ার হোসেন মিশন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

আরো পড়ুন