মুরাদনগর ও মনোহরগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদকঃ ‘‘উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’’ এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ৪৬ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে সমবায়ীদের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়। গতকাল শনিবার উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার ইয়াকুব আলমদার। উপজেলা সমবায় অফিসে কর্মরত শাহাদাত হোসেনের প্রাণবন্ত উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল হোসেন ভুলু, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: একেএম ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম মজুমদার, আওয়ামীলীগ নেতা আবুল বাশার বাঙ্গালি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক মো: রুহুল আমিন, উপমা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির সভাপতি মোক্তার হোসেন, ইসলামপুর আবাসন বহুমুখী সমবায় সমিতির সভাপতি রুহুল আমিন, ছাত্রলীগ নেতা রাকিব উদ্দিন শাওন, জাহের হোসেনসহ আরো অনেকে।

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ৪৬তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্নাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাসেলুল কাদেরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট কৃষিবিদ ম. রুহুল আমিন,জেলা কৃষকলীগের সভাপতি পার্থ সারথী দত্ত, জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাশুকুল ইসলাম মাশুক, জেলা পরিষদ সদস্য খাইরুল আলম সাধন, ভিপি জাকির হোসেন, ওসি (তদন্ত) হাবিবুর রহমান।উপজেলা সমবায় পরিদর্শক রফিকুল ইসলাম সরকারের উপস্থাপনায় এতে আরো বক্তব্য রাখেন যুবলীগ নেতা সফিকুর রহমান ছবি, উপজেলা সমবায় কর্মকর্তা দেবেশ কুমার সিংহ, শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান ও ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ রাজিব আহাম্মদ প্রমুখ।জাতীয় সমবায় দিবস উপলক্ষে এর আগে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাসেলুল কাদেরের নেতৃত্বে একটি বর্নাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

আরো পড়ুন