মেসিদের ঠেকাতে টাইব্রেকারের প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া

এবার নকআউট পর্বে সব দলের জন্যই পেনাল্টি শুটআউট আলাদা মাথাব্যথার কারণ। পূর্ণ সময়ের খেলা সমতা থাকলে ফল নির্ধারণের শেষ মাধ্যম হিসেবে টাইব্রেকারের ব্যবস্থা করা হয়। যেহেতু নকআউট পর্বের খেলা, তাই যেকোনো ম্যাচেই গড়াতে পারে টাইব্রেকারে। এজন্য আগে থেকেই আর্জেন্টিনাকে ঠেকাতে টাইব্রেকারের প্রস্তুতি নিয়েছে অস্ট্রেলিয়া।

এদিকে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে টাইব্রেকার অনুশীলন করেছেন অস্ট্রেলিয়ার দ্বিতীয় গোলরক্ষক অ্যান্ড্রু রেডমায়েন। প্রশ্ন উঠতে পারে, মূল গোলরক্ষক ম্যাট রায়ানকে রেখে কেনো দ্বিতীয় গোলরক্ষককে নিয়ে টাইব্রেকারের অনুশীলন। এর পেছনে আচে এক ইতিহাস। কারণ সকারুদের বিশ্বকাপে এনেছেন রেডমায়েনই।

এদিকে পেরুর বিপক্ষে মহাদেশীয় প্লে-অফটা ১২০ মিনিটেও যখন গোলশূন্য থাকে, তখন অস্ট্রেলিয়া কোচ গ্রাহাম আর্নল্ড নেন অবিশ্বাস্য একটা সিদ্ধান্ত। রায়ানকে তুলে রেডমায়েনকে দাঁড় করান তিনি পেনাল্টি শ্যুট আউটের সামনে। সেই রেডমায়েন পেরুর শেষ শট ঠেকিয়ে অস্ট্রেলিয়াকে শুধু বিশ্বকাপেও তোলেননি, নিজেও আলোচনায় আসেন গোললাইনে হাত পা ছড়িয়ে অদ্ভুত নাচের ভঙ্গিতে শট ঠেকানোর কৌশলের কারণে।

আর সেই ‘ড্যান্সিং কিপার’কে বিশ্বকাপের নকআউটে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচেই আজ আবার দেখা যেতে পারে, যদি খেলাটা শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায়। আর্নল্ডও সেই সম্ভাবনা উড়িয়ে দেননি, ‘পেনাল্টিতে সে খুবই ভালো। প্রতিপক্ষের ওপর একটা মানসিক চাপ তৈরি করতে পারে।’

আরো পড়ুন