যাকাত আদায়ে শীর্ষস্থান অর্জন করেছে কুমিল্লা

ডেইলিকুমিল্লানিউজ ডেস্কঃ সারাদেশের মধ্যে যাকাত আদায়ের ক্ষেত্রে শীর্ষস্থান অর্জন করেছে কুমিল্লা। ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লা কার্যালয় আয়োজিত সরকারি যাকাতের অর্থ ও ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সদস্যদের মাঝে ঋণ বিতরণ ও সরকারি হজ্ব ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভায় ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবুল কাশেম মজুমদার এ তথ্য জানান। গত (১২ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ বছর কুমিল্লা জেলা থেকে ২৩ লাখ ১০ হাজার ৮শ’ টাকা যাকাত বাবত আদায় করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, বিনা সুদে সরকার অনুমোদিত অনুদান ও ঋণের টাকা যথাযথভাবে বিনিয়োগ করতে হবে। ধর্মের নামে প্রতারণা করে মানুষ ঠকানো যাবে না। হজ্ব যাত্রীদের প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। যাকাত আদায় প্রসঙ্গে তিনি বলেন, যাকাত ব্যবস্থা সঠিকভাবে প্রচলিত হলে এ দেশে দরিদ্রের সংখ্যা কমে যাবে। তিনি উপস্থিত ইমাম মুয়াজ্জিন ট্রাস্টের সদস্যদের মাঝে যাকাত ও ঋণ বাবদ মোট ৭ লাখ ৩৫ হাজার টাকার চেক ও নগদ অর্থ প্রদান করেন।

উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আসাদুজ্জামান। ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবুল কাশেম মজুমদারের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল মতিন, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. আহসানুল করিম আল আযহারী। সভা সঞ্চালনায় ছিলেন ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক আশেকুর রহমান।

আরো পড়ুন