যানবাহন চলাচলের জন্য উম্মুক্ত শাসনগাছা ফ্লাইওভার

নিজস্ব প্রতিবেদকঃ আজ সোমবার সকাল ১০ ঘটিকায় ৬৩১.২৬৫ মিটার দীর্ঘ কুমিল্লাবাসীর বহুল প্রতিক্ষিত শাসনগাছা ফ্লাইওভার খুলে দেওয়া হয়েছে। যানবাহন চলাচলের জন্য ফ্লাইওভারটি খুলে দেয়ার ঘোষণা দেন কুমিল্লা সদর আসনের মাননীয় সংসদ সদস্য কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার।

প্রতিদিন গড়ে ৫২ টি ট্রেই চলাচল করে শাসনগাছা রেল লাইন দিয়ে। প্রতি ট্রেনের জন্য ১০ মিনিট করে রেল গেইট পরে থাকলে দিনে ৮.৫ ঘণ্টা সময় নষ্ট হয়। বার বার রেল গেইট আটকে থাকার কারনে জনজীবন বিপর্যস্ত হচ্ছে । ফ্লাইওভারটি চালু হওয়ার ফলে ওই রাস্তায় চলাচল কারিদের এই সময় বেঁচে যাবে।

উল্লেখ্য, শাসনগাছায় রেল ক্রসিংয়ের যানজট নিরসনে ২০১৫ সালের মে মাস থেকে একটি ফ্লাইওভার নির্মাণের কাজ শুরু হয়। ৫৯ কোটি টাকা ব্যয়ে ৬৩১.২৯ মিটার দৈর্ঘ্যের ফ্লাইওভারটির কাজ করেছে বাংলাদেশী প্রেক্টা ইঞ্জিনিয়ারিং লি. কোম্পানি।

আরো পড়ুন