রানীর কুটিরে শাণিত উচ্চারণের চড়ুই ভাতি অনুষ্ঠিত

দিদারুল ইসলাম (তুহিন): ৩ ফেব্রুয়ারি কুমিল্লার রানীর কুটিরে শাণিত উচ্চারণের চড়ুই ভাতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথমে গান পরিবেশন করেন হুমায়ন হিমু, সাদিয়া সিজি, পিয়ালি দত্ত, প্রলিপ দাস, মারিয়া তাসাসসুম, শাকিল আহমেদ । শাণিত উচ্চারণের সভাপতি রোমেন রুমি তিন মাসের প্রশিক্ষণ কর্মশালা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রশিক্ষণর্থীদের মধ্যে একজন নৃত্য পরিবেশন করে। কবিতা আবৃত্তি করে মারিয়া তাসাসসুম, দিদারুল ইসলাম তুহিন সহ আরও অনেকে ।

অনুষ্ঠানে আসা সকলকে ‍১৩টি দলে বিভক্ত করে গ্রুপ ওয়ার্ক করানো হয়, পরে প্রতিটি দল তাদের কার্য উপস্থাপন করে। এর মধ্যে ছিল দলীয় গান, কবিতা, নাটক। শাণিত উচ্চারণের সদস্য বিদ্যুৎ দত্ত ও চৌতি ভিন্ন ধারার খবর উপস্থাপন করে। অনুষ্ঠানে জয়াশিষ বণিকের ”প্রেমাণুকাব্য ও তুমি” অনুকবিতার বইয়ের মোড়ক উম্নোচন করা হয়। জয়াশিষ বণিক করেন স্ত্রী ও শাণিত উচ্চারনের অণুপ্রেরনায় আমি এই বইটি প্রকাশ করেছি। উক্ত অনুষ্ঠানে শাণিত উচ্চারণের সভাপতি রোমেন রুমির স্বপ্ল দৈর্ঘ্য ছবি পেন্সিল ও রবীন্দ্র সংগীত প্রদর্শিত হয়। সর্বশেষ নৌশভোজের পরে আগুন জ্বালিয়ে যেমন খুশি তেমন নাচ অনুষ্ঠিত হয়। যেমন খুশি তেমন নাচ পর্বে গান পরিবেশন করেন সাদিয়া সিজি, জয়াশিষ বণিক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুমন চক্রবর্তী, ফাহমিদা বৃষ্টি ও শারমিন।

আরো পড়ুন