শেখ হাসিনার কারণেই দেশ ও জাতি আজ সমৃদ্ধ হচ্ছে-এড. টুটুল

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো: আমিনুল ইসলাম টুটুল বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন। জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে বিগত ১০ বছরে দেশের চেহারা পাল্টে দিয়েছেন। বর্তমানে দেশের বিদ্যুত উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্য খাতের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং অবকাঠামোসহ দেশের সকল উন্নয়নের রূপকার হলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তাই জননেত্রী শেখ হাসিনার কারণেই দেশ ও জাতি আজ সমৃদ্ধ হচ্ছে।

সোমবার কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬নং জগন্নাথপুর ইউনিয়নের দুর্লভপুর মডেল হাই স্কুল মাঠে শিক্ষার মান উন্নয়নে মা সমাবেশে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো: আমিনুল ইসলাম টুটুল এসব কথা বলেন। দুর্লভপুর মডেল হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মো: আনিসুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি এডভোকেট টুটুল আরো বলেন, কুমিল্লার গণমানুষের নেতা, আমাদের সকলে একমাত্র অভিভাবক সদর আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার কুমিল্লা সদর ও সিটি কর্পোরেশনের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহে নিবিড় পরিচর্যা করার কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠানের চেহারা পাল্টে গেছে। তাই শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি বাহারকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করুন।

উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব লিটনের সঞ্চালনায় উক্ত মা সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-৬নং জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, চৌয়ারা আদর্শ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সুলতান আহম্মদ। এসময় জগন্নাথপুর ইউনিয়র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারেক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল কাদের, জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, চৌয়ারা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: সোলাইমানবাইতুত তামিম ইসলামিয়া কমপ্লেক্্র এর অধ্যক্ষ মো: হেদায়েত উল্লাহ, আদর্শ শিমু নিকেতন কিন্ডার গার্টের এর সভাপতি সাইফুদ্দিন তপন সহ শিক্ষক-শিক্ষার্থী ও বিপুল সংখ্যক মা অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন