শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ – এমপি বাহার

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন বাঙ্গালী জাতি একদিন বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড়াবে। বঙ্গবন্ধু স্বপ্ন আজ বাস্তবায়ন হতে চলেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আজ দেশকে বিশ্বে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। বিশ্বের মানদন্ডে বাংলাদেশের অবস্থান ৩৩ আর বিশ্বের ১০ চিন্তাশীল রাষ্ট্র প্রধানদের একজন শেখ হাসিনা। এক সময় বাংলাদেশকে বলা হত তলাবিহীন ঝুড়ি, দরিদ্রের দেশ। আমাদের কৃপা দৃষ্টিতে তাকাত বিশ্ববাসী। শেখ হাসিনার নেতৃত্বে সেই বাংলাদেশ এখন উন্নয়নের রোলমডেল। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আজ শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ।
গতকাল শুক্রবার সকালে নগরীর কান্দিরপাড় সমবায় ব্যাংক ভবনে আয়োজিত কুমিল্লা সমবায় ব্যাংক লি.এর বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি এসব কথা বলেন।
এমপি বাহার আরো বলেন, রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব মানববতা যেখানে পদদলিত সেখানে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উজ্জ্বল দৃষ্টান্ত গড়েছেন। মিয়ানমায় বর্বরোচিত রোহিঙ্গা নির্যাতনের মধ্যে দিয়ে একটি জাতিসত্তাকে নিশ্চিহ্ন করতে যে নির্মমতা চালাচ্ছে। শুধু মুসলমান হিসাবে নয়, মানুষ হিসেবে আমাদের নেত্রী তাদের পাশে দাঁড়িয়েছি। শেখ হাসিনার মানবিক দৃষ্টিভঙ্গির কারণে ১০ থেকে ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী হিসেবে আশ্রয় পেয়েছে। শেখ হাসিনা জাতীয় সংঘের অধিবেশনে গিয়ে আমেরিকায় প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এ বিষয়ে সাহার্য্য চান নি। বরং বুক ফুলিয়ে সাহস নিয়ে বলেছেন, প্রয়োজনে নির্যাতিত রোহিঙ্গার সাথে নিয়ে আমরা ১৬ কোটি মানুষ খাদ্য ভাগ করে খাব। রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করছে বিশ্ববাসী। তাকে বৃটিশ পত্রিকা ‘মাদার অব হিউম্যানিটি’ আখ্যা দিয়েছে। এটা আমাদের জাতির গর্ব।
সমবায় ব্যাংক কুমিল্লার এর সভাপতি মো.সিরাজুল হক এর ভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমবায় কর্মকর্তা শাহনেওয়াজ চৌধুরী। সমবায়ী আবদুস ছাত্তার এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মো.শাহজাহান সিরাজ।

আরো পড়ুন