সদর দক্ষিণ উপজেলা নির্বাচনে আ’লীগ প্যানেল বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত

মাজহারুল ইসলাম বাপ্পিঃ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সারওয়ার বিনাপ্রতিদ্বন্ধিতায় পুনরায় নির্বাচিত হয়েছেন।

জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জোনাকী হুমায়ুন মনোনয়নপত্র প্রত্যাহার করায় চেয়ারম্যান পদে আর কোন প্রার্থী না থাকায় একক প্রার্থী গোলাম সারওয়ারকে বিজয়ী ঘোষনা করা হয়। অপরদিকে একই প্যানেলের ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল হাই বাবলু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কুমিল্লা দক্ষিণ জেলা যুব মহিলা লীগের আহবায়ক অধ্যাপিকা নাসিমা আক্তার পুতুলও বিনা প্রতিদ্বন্ধিতায় জয়ী হয়েছেন।

মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠন আওয়ামীলীগ সমর্থিত পুরো প্যানেল বিজয়ী হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এফ.সি.এ (লোটাস কামাল) এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ দলের সহযোগি অঙ্গ সংগঠন। এদিকে সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নতুন মুখ অধ্যাপিকা নাসিমা আক্তার পুতুল। শিক্ষকতা পেশার পাশাপাশি রাজনীতিতে দীর্ঘদিন যাবত সক্রিয় থাকলেও জনপ্রতিনিধি হিসেবে নতুন মুখ। সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের কৃতি সন্তান নাসিমা আক্তার পুতুল কে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত করায় পুরো এলাকা জুড়ে বইছে আনন্দের জোয়ার।

দীর্ঘদিন যাবত জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ লালনের পাশাপাশি নিজ কর্মস্থল বিজয়পুর মহিলা কলেজ ছাত্রলীগের কমিটিও গঠন করেছেন তিনি। নাসিমা আক্তার পুতুল মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এফ.সি.এ (লোটাস কামাল) এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিজয়পুর ইউনিয়ন সহ উপজেলা দলীয় নেতাকর্মীরা ।

আরো পড়ুন