স্কুলে পড়ার পাশাপাশি ৭ মাসেই হাফেজ হলেন জুবায়ের

মাদরাসার হিফজ বিভাগে হাফেজ শিক্ষকদের তত্ত্বাবধানে কুরআন মুখস্ত করে কোমলমতিরা। বেশিরভাগ ক্ষেত্রে এভাবেই দ্রুত সময়ে হাফেজ হয় খুদে শিক্ষার্থীরা। কিন্তু এর ব্যতিক্রম ঘটেছে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায়। সেখানে দ্রুত সময়ে হাফেজ হয়েছে স্কুলপড়ুয়া এক ছাত্র। পবিত্র কুরআন মাত্র সাত মাসেই মুখস্থ করেছেন তিনি।

জুবায়ের উপজেলার ওভারামপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ব্যবসার সুবাদে হাজীগঞ্জ মডেল কলেজ সংলগ্ন নিজস্ব ভবন তালুকদার নিকেতনে বসবাস করেন। জাহাঙ্গীর আলমের এক ছেলে ও এক মেয়ের মধ্যে ছেলেকে পড়ান হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজে।

এরই মাঝে সন্তানকে আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে বাইতুন নূর তাহফিজুল কুরআন মাদ্রাসায় হেফজ বিভাগে ভর্তি করান। যার সুফল মিলে মাত্র সাত মাসের মাথায়। হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এই শিক্ষার্থী মাত্র সাত মাসেই কুরআনে হাফেজ হন।

মাদ্রাসার মোহতামিম হাফেজ কারি মাওলানা মোহাম্মদ নাজির আহমদ জানান, শিক্ষক, অভিভাবক ও নিজেদের মেহনতে শিক্ষার্থীরা হেফজ্ শেষ করে। শিক্ষির্থীর মেধা ভালো হলে আর অভিভাবকরা মেহনত করলে আশা করি এভাবেই আগামী দিনগুলোও শেষ করতে পারব।

আরো পড়ুন