হোমনায় পানি নিষ্কাশন ড্রেনের নির্মান কাজ উদ্বোধন

কুমিল্লার হোমনা পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্প পানি নিষ্কাশন ড্রেনের নির্মান কাজ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী । শনিবার পৌরসভার ৪ নং ওয়ার্ডের হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দক্ষিন গেইট হতে রাজ ঘাট হয়ে তিতাস নদী পর্যন্ত আরসিসি ড্রেনের নির্মান কাজ উদ্বোধন করা হয় ।

পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম ,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহসীন সরকার, পৌর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল , সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মোসলেম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, প্যানেল মেয়র শাহনূর আহমেদ সুমন, পৌর কাউন্সিলর আবদুল বাতেন, আ’লীগ নেতা মনিরুজ্জামান ও যুবলীগ নেতা জাকির হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

জানা গেছে,এলজিইডির অর্থায়নে বাসস্ট্যান্ড সংলগ্ন সংযুক্ত ড্রেন হতে ৯৮০ মিটার দৈর্ঘ্যরে প্রাক্কলিত মূল্য ৩,৬৪,৪৯,৯১৭ টাকা ধরা হয়েছে । প্রকল্পটি চুক্তিমূল্য ৩,২৬,২২,৭০২.৮৭৫ টাকায় ব্যয়ে নির্মান কাজটি ১৫ সেপ্টম্বর ২০২১ সালে শেষ হবে ।

আরো পড়ুন