হোমনায় স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতে ৫ জনকে জরিমানা

কুমিল্লার হোমনায় করোনা ভাইরাস মোকাবেলায় সরকারী নির্দেশ মোতাবেক বাজারে আগতদের মাস্ক পড়া এবং স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতে ৫ জনকে আর্থিক জরিমানা করা হয়েছে । উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সহযোগিতায় আজ সোমবার দুপুুরে উপজেলার ঘারমোড়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা ।

জানা গেছে, সরকারী নির্দেশ মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলা, যথাসময়ে দোকান বন্ধ করা, মাস্ক পড়া, মাস্ক কিনতে বাধ্য করা, দ্রব্যের দাম স্থিতিশীল রাখা, বাজারে জনসমাগম কম হওয়া ও সামাজিক দূরত্ব বজায় রাখার আহবান জানানো হয় ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপ্তি চাকমা বলেন, বাজারে আগতদের মাস্ক না পড়া ও স্বাস্থ্যবিধি না মানায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় মোবাইল কোর্টের মাধ্যমে আর্থিক জরিমানা করা হয়েছে।

আরো পড়ুন