কুমিল্লায় করোনায় এক দিনে ৭জনের মৃত্যু; আক্রান্ত ৯৮
কুমিল্লায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার এক দিনে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাঁদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে ৫০ ও ৭১ বছরের দুজন পুরুষ রয়েছে। এ ছাড়া দেবিদ্বারের ৭৯ বছরের ১ জন, চান্দিনায় ৮৫ বছরের ১ জন, সদর দক্ষিণে একজন মহিলা ৫৪ বছর ও পুরুষ ৬০ ও ৯০ বছরের ৩ জন সহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সর্বমোট কুমিল্লা ৩২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও কুমিল্লা জেলায় করোনায় আরো ৯৮ জন আক্রান্ত হয়েছে। শনিবার (১০ এপ্রিল) মারা যাওয়া ৭জনই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থিত কোভিড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন ও কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন মোহাম্মদ সাহাদাৎ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে কুমিল্লায় শনিবার ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে ৫৫জন, সদর দক্ষিণ- ৩ জন, চৌদ্দগ্রাম- ৭ জন, বুড়িচং- ৫ জন, লাকসাম- ৯, দেবিদ্বার- ১, নাঙ্গলকোট- ২, দাউদকান্দি- ৭, মনোহরগঞ্জ- ২, আদর্শ সদর- ১, চান্দিনা- ১, বরুড়া- ২, ব্রাহ্মণপাড়া- ৩সহ সর্বমোট ১০ হাজার ৬’শ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়াও কোনো রোগী সুস্থ হননি।
জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলায় ১ এপ্রিল থেকে শনিবার (১০ এপ্রিল) পর্যন্ত ১০ দিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৭৬৫ জন। তাঁদের মধ্যে কুমিল্লা শহরে ৪৮৭ জন। বাকি ২৭৮ জন রোগী কুমিল্লার ১৭ উপজেলার। এ ছাড়া গত ১০ দিনে এই জেলায় করোনায় মারা গেছেন ৩২ জন। তাঁদের মধ্যে শহরে ১৫ জন।
কুমিল্লা জেলায় এ পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১০ হাজার ৬০০ জন। সুস্থ হয়েছেন ৯ হাজার ৫৫ জন। মারা গেছেন ৩২০ জন। শনিবার বিদেশগামী করোনরায় রিপোর্ট প্রাপ্তি ৪৪৮ জনের মধ্যে নতুন সনাক্ত ৩ হয়।
কুমিল্লা জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, নানা ধরনের ধর্মীয়, রাজনৈতিক কর্মসূচি, খেলাধুলা হওয়ার কারণে মানুষ ঘিঞ্জি পরিবেশে ছিল। এ কারণে সংক্রমণ বেড়েছে। তার ওপর কোনো ধরনের স্বাস্থ্যবিধি শহরে মানা হচ্ছে না। শহরের মানুষ পরীক্ষার সুযোগ নেয় বেশি, তাই আক্রান্তের সংখ্যা বেশি শনাক্ত হচ্ছে।