সৌদিআরবে সড়ক দূর্ঘটনায় বুড়িচংয়ের এক যুবক নিহত

বুড়িচং সংবাদদাতাঃ সৌদি আরবের আল খারিজ নামক স্থানে ছিনতাইকারীদের ধাওয়া করতে গিয়ে দ্রুতগামী গাড়ীর ধাক্কায় মাঈন উদ্দিন শাহ আলম (৩৫) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে। সে কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত হাজী শাহ আলমের ছেলে। সৌদি আরব সময় মঙ্গলবার রাত ১০ টায় এ ঘটনা ঘটে।

নিহতের ছোট ভাই নিজাম উদ্দিন জানান, নিহত মাঈন উদ্দিন দীর্ঘদিন ধরে সৌদিআরবে থাকতো, সে সৌদিআরবের রিয়াদ শহর থেকে ৮০ কিঃ মিঃ দূরে আল খারিজ নামক স্থানে ভাড়ায় একটি দোকান নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিল। মঙ্গলবার রাত ১০ টায় দোকানে একদল ছিনতাইকারী হানা দেয়। ছিনতাইকারীরা দোকানের মালামাল লুট করে নিয়ে যাওয়ার সময় মাঈন উদ্দিন তাদের পিছু নিয়ে ধাওয়া করে হাইওয়ে রাস্তায় গেলে তাঁকে দ্রুতগাম একটি গাড়ী ধাক্কা দেয়। এতে সে মাথায় প্রচন্ড আঘাত পায়, পরে স্থানীয় কিং খালিদ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত ঘোষনা করে। ঘটনার পর দিন দুপুরে নিহতের খালাতো ভাই সুমন বাংলাদেশে মোবাইল ফোনের মাধ্যমে ঘটনাটি পরিবারের সদস্যদের জানায়। নিহত মাঈন উদ্দিন ৩ ভাই ১ বোনের মধ্যে বড় ছিল। তাঁর একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। নিহতের পরিবারের দাবী ঘটনাটির সঠিক তদন্ত করে নিহতের লাশ দ্রুত দেশে পাঠানো হউক।

আরো পড়ুন