মুসলিম সতীর্থকে ইফতারের সুযোগ করে দিতে ‘ইনজুরি’ নাটক ইতালীয় ফুটবলারের
বিশ্বের অনেক তারকা ফুটবলার রোজা রেখে ফুটবল খেলেন। এসব তারকা খেলোয়াড়রা নানা প্রতিকূলতার মধ্যেই রোজা রাখেন। তাদেরকে রোজা রাখার ব্যাপারে কেনো সহযোগিতা করা হয় না। বরং প্রতিবন্ধকতা সৃষ্টি করে। যেমন ম্যাচ চলাকালীন মুসলিম ফুটবলারদের ইফতার বিরতি বন্ধ করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। এরই জের ধরে বিভিন্ন দেশে প্রতিবাদ করছেন সমর্থকেরা।
তবে এবার প্রতিবাদে যোগ দিলেন এক ইতালীয় ফুটবলার। গত শনিবার ইতালির সিরি আয় ইন্টার মিলানের বিপক্ষে চলছিল ফিওরেন্তিনার ম্যাচ। ম্যাচের মধ্যখানেই প্রতিবাদের এ ঘটনাটি ঘটে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, ম্যাচ চলছিল। আশেপাশে তখন কেউ নেই কিন্তু হঠাতই পড়ে কাতরাতে লাগলেন ফিওরেন্তিনার ডিফেন্ডার লুকা রানিয়ারি। ইশারায় ডাকলেন ফিজিওকে। তখনই ক্যামেরা ধরল তার মুসলিম সতীর্থ সোফিয়ান আমরাবাতের দিকে। দেখা গেলো- পানি দিয়ে ইফতার সারছেন এই মরোক্কান ফুটবলার।
এদিকে বিশ্লেষকরা মনে করছেন- রানিয়ারির ইনজুরি আসলে বাস্তব ছিল না; বরং মুসলিম সতীর্থকে ইফতারের সুযোগ করে দিতে তিনি অভিনয় করেছিলেন মাত্র।
সূত্র : খালিজ টাইমস