রায়েরবাজারে ১২৭ জনকে ‘গণকবর’ দেওয়া হয়েছে, দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বিপ্লব চলাকালে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে অন্তত ১২৭ জনকে ‘গণকবর’ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন সংগঠনটির নেতারা। একইসঙ্গে এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারকে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা।

শুক্রবার (১৬ নভেম্বর) দুপুরে রায়েরবাজার কবরস্থানে জুলাই বিপ্লবের ‘গণকবর’ জিয়ারত ও পরিদর্শন শেষে এসব কথা বলেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশীদ, মুখপাত্র উমামা ফাতেমা, সদস্য সচিব আরিফ সোহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। স্বজন হারানো পরিবারের সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন।

আন্দোলনের সমন্বয়ক রিফাত রশীদ বলেন, রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। যা কোনোভাবেই কাম্য নয়। আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, তার বিচার এই বাংলার মাটিতে নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, আন্দোলন চলাকালে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে অন্তত ১২৭ জনকে ‘গণকবর’ দেওয়া হয়েছে। আমরা আসা করি, সরকার এ ব্যাপারে পদক্ষেপ নেবে।

মুখপাত্র উমামা ফাতেমা বলেন, আন্দোলনের সময় ‘গণহত্যা’ চালানো হয়েছে। এখনও অনেক পরিবার হারানো স্বজনদের খুঁজে পায়নি। অথচ এই গণহত্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ‘গণকবর’ শনাক্তে সরকারের পক্ষ থেকে পরিষ্কার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ডিএনএ টেস্টসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরিচয় শনাক্ত করে তালিকা তৈরির দাবি জানান তিনি।

এছাড়া সদস্য সচিব আরিফ সোহেল বলেন, রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদকে স্বীকৃতি দিচ্ছে না। তারা মুজিববাদকে ধারণ করছে। এখনো বিশ্বাস করতে চাই, রাজনৈতিক দলগুলো জনগণের ইচ্ছেগুলোকে সম্মান করবে। কিন্তু শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করবেন না।

আরো পড়ুন