কুমিল্লায় উপজেলা ছাত্রলীগের সভাপতি আটক
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম রুবেলকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (৪ ডিসেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার পেরিয়া ইউপির মঠুয়া গ্রামের তার শ্বশুর বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের আব্দুল বারেকের ছেলে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক।
পুলিশ সূত্রে জানা যায়, বিএনপি নেতা সলিসিটর ইকরামুল হক মজুমদারকে হত্যাচেষ্টা মামলাসহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে উপজেলার পেরিয়া ইউপির মঠুয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
ওসি ফজলুল হক বলেন, বিএনপি নেতা সলিসিটর ইকরামুল হক মজুমদারকে হত্যাচেষ্টা মামলায় ৪ নম্বর আসামি সাইফুল ইসলাম রুবেলকে আটক করা হয়। আসামিকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হবে।