ডেস্ক রিপোর্টঃ কুমিল্লার দাউদকান্দি ও চৌদ্দগ্রামে বজ্রপাতে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
দাউদকান্দি: কুমিল্লার দাউদকান্দিতে বজ্রপাতে হাজেরা বেগম (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। সোমবার দুপুরে বাড়ির পাশে বৃষ্টির মধ্যে কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
নিহত হাজেরা বেগম দাউদকান্দি উপজেলা পদুয়া ইউনিয়নের উজিয়ারা গ্রামের মনির হোসেনের স্ত্রী।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, দুপুর সাড়ে ১২টায় উপজেলা পদুয়া ইউনিয়নের উজিয়ারা গ্রামের মনির হোসেনের স্ত্রী হাজেরা বেগম বজ্রপাতে মারা গেছেন।
তিনি বৃষ্টির মধ্যে বাড়ির পাশে কাজ করার সময় এ ঘটনা ঘটে বলেও জানান তিনি।
চৌদ্দগ্রাম: কুমিল্লায় বজ্রাঘাতে ভুলু মিয়া (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় করিপুল ইসলাম নামে আরও একজন আহত হন। সোমবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের দোলসমুদ্র জলায় বজ্রাঘাতের ঘটনাটি ঘটে।
নিহত ভুলু মিয়া নীলফামারী জেলার জলডাকা উপজেলার তালুকগোল গ্রামের হাবিবুর রহমানের ছেলে। আহত করিপুল ওই একই এলাকার বাসিন্দা।
চৌদ্দগ্রাম থানার এসআই রেজাউল করিম জানান, শ্রীফলতলা গ্রামের আবদুল মান্নান মজুমদারের জমিতে ধান কাটা অবস্থায় বজ্রাঘাতে ভুলু মিয়া মারা যান। নিহতের মামা ফেরদৌস আলম ময়নাতদন্ত না করার জন্য একটি আবেদন করেছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com