ডেস্ক রিপোর্টঃ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), কুমিল্লা কেন্দ্রের অভিষেক-১৮ এর অনুষ্ঠান শনিবার সকালে কুমিল্লা নগরীর শাকতলাস্থ কুমিল্লা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান, মোঃ তাজুল ইসলাম, এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ এর প্রেসিডেন্ট প্রকৌশলী মোঃ আবদুস সবুর, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ভারত এর প্রেসিডেন্ট প্রকৌশলী শিশির ব্যানার্জী, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ এর সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ এর সহঃ সাধারন সম্পাদক (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী মোঃ আবুল কালাম হাজারী, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ কুমিল্লা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী আবুল বাশার, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ কুমিল্লা কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (প্রশাসন) প্রকৌশলী মিলন চন্দ্র মজুমদার ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ কুমিল্লা কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একাডেমিক) প্রকৌশলী মীর্জা মোহাম্মদ হাফিজ, প্রকৌশলী মোঃ মীর ফজলে রাব্বি, সেন্ট্রাল কাউন্সিল মেম্বার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ কুমিল্লা কেন্দ্রের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী এ কে এম আব্দুস সালাম এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ভারত ত্রিপুরা সেস্ট সেন্টার এর চেয়ারম্যান প্রকৌশলী তপন লোধ এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ভারত ত্রিপুরা সেস্ট সেন্টার এর সম্পানী সম্পাদক প্রকৌশলী তাপস ভট্রাচায্য ও আগরতলার আইইআই ত্রিপুরা ষ্টেট সেন্টার এর নেতৃবন্দসহ বৃহত্তর কুমিল্লা অঞ্চলের প্রকৌশলীগন উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রকৌশলীগণ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রের সম্মানী সম্পাদক, প্রকৌশলী মোঃ রহমত উল্লাহ কবীর, উপস্থাপনা করেন প্রকৌশলী অলœান কুমার দত্ত্ এবং ফাইরুজ সালসাবিল।
অনুষ্ঠানে আগত প্রকৌশলীগনসহ সকলকে কুমিল্লা কেন্দ্রের আমন্ত্রণে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এর পরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) কুমিল্লা কেন্দ্র ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, ভারত (আই.ই.আই) ত্রিপুরা কেন্দ্র এর যৌথ উদ্যোগে সেমিনার অনুুষ্ঠিত হয়েছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com