মো. জাকির হোসেনঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ের কালাকচুয়া এলাকায় কুমিল্লা ডিবি পুলিশের একটি টিম গতকাল সোমবার সকালে অভিযান চালিয়ে ১শ’ ৫০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, কুমিল্লা ডিবি পুলিশের এস.আই মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম, এস.আই নন্দন চন্দ্র সরকার, এ.এস.আই মোঃ শাহিনুর ইসলাম, এ.এস.আই মোঃ শাহাবুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গতকাল সোমবার সকাল ৭ টায় মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া মদিনা সিএনজি পাম্পের সামনে ঢাকাগামী একটি সন্দেহভাজন প্রাইভেটকার (ঢাকা মেট্টা-গ-২৯-৩৫৮০)’কে থামানোর জন্য সংকেত দিলে গাড়ীর চালক সহ গাড়ীতে থাকা আরো দুই জন দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ এ সময় গাড়ীর চালক মোঃ আনোয়ার হোসেন (৩৯), পিতা- মৃত আব্দুর রশিদ, সাং-আড়াইওড়া, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লাকে আটক করে। ডিবি পুলিশ প্রাইভেটকার তল্লাশী চালিয়ে গাড়ীর ভিতরের পিছনের সিটের উপর এবং গাড়ীর পিছনের ব্যাক ঢালায় রাখা ১শ’ ৫০ কেজি গাঁজা উদ্ধার করে।
আটককৃত চালক জানান, বি-পাড়া উপজেলার শশীদল গ্রামের জৈনক লোকমান হোসেনের গাঁজা নিয়ে সে যাচ্ছিল। এই ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম বাদী হয়ে বুড়িচং থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com