ডেস্ক রিপোর্টঃ কুমিল্লার নাঙ্গলকোটে বজ্রপাতে মো. ইসহাক মিয়া নামে সাবেক এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঢালুয়া ইউনিয়নের বায়রা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, উপজেলার ঢালুয়া ইউনিয়নের বায়রা গ্রামের সাবেক ইউপি সদস্য ইসহাক মিয়া দুপুরে বাড়ির পাশের পুকুরে কচুরিপানা অপসারণ করতে গেলে বজ্রাঘাতের শিকার হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢালুয়া ইউনিয়নের ইউপি সদস্য অহিদুর রহমান বলেন, শুনেছি সাবেক ইউপি সদস্য মো. ইসহাক মিয়া মারা গেছেন। তবে বজ্রপাতে মারা গেছেন কিনা খোঁজ নিচ্ছি।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com