মোঃ আশিকুর রহমানঃ কুমিল্লার ব্রাহ্মনপাড়া উপজেলার চান্দলা টানা ব্রীজ হয়ে মন্দভাগ সড়কটির বেহাল দশা, এই রাস্তাটিতে ছোট বড় গর্ত হয়ে মরন ফাদ সৃষ্টি হয়েছে।
এই রাস্তাটি দিয়ে সাজঘর, চৌব্বাস, দেউস, চরের পাথর, এবং মন্দভাগ হয়ে কসবা সহ দেশের বিভিন্ন স্থানের শত শত লোকজন এই রাস্তাটি দিয়ে আসা যাওয়া করে। এই রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত অটো রিক্সা, সি এন জি সহ বিভিন্ন যানবাহন চলাচল করে। অতি সম্প্রতি ভারি বৃষ্টি হওয়ার ফলে উজান থেকে নেমে আসা পানিতে এই রাস্তাটির ছক্কার মার মাজারের নিকট রাস্তাটি বড় খালের পানির সাথে বিলিন হয়ে যাওয়ার পথে। এই রাস্তাটি বর্তমানে পাথর , খোয়া, কংকিইট উঠে ছোট বড় গর্ত সৃষ্টি হওয়ার ফলে বর্তমানে রাস্তাটি খানাখন্দক হয়ে ছোট ছোট যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটে, এক দিকে সময়ের অপচয় অন্য দিকে অর্থের অপচয়।
এলাকাবাসীর প্রানের দাবী অচিরে এই রাস্তাটি সংস্কার করে জনগনের চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য ।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com