ডেস্ক রিপোর্টঃ কুমিল্লায় ডাকাত সন্দেহে এলাকাবাসীর গণপিটুনির সময় ছিনিয়ে নেয়ার চেষ্টাকালে সহযোগীদের গুলিতে দেলোয়ার হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন দুজন।
[caption id="attachment_10670" align="aligncenter" width="646"] আহত দুই জন[/caption]
সোমবার ভোররাতে জেলার নাঙ্গলকোট উপজেলার গুমকোট গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার আহমেদপুর গ্রামের সেলিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে উপজেলার গুমকোট গ্রামে প্রফুল্ল চন্দ্র দেবনাথের বাড়িতে সংঘবদ্ধ সশস্ত্র ডাকাত দল হানা দেয়। এ সময় বাড়ির লোকজনদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ডাকাত দেলোয়ারকে আটক করে গণপিটুনি দেন। এতে অপর ডাকাত দল তাকে ছিনিয়ে নিতে গুলি চালায়।
ডাকাত দলের গুলিতে ওই বাড়ির বিধান চন্দ্র দেবনাথ ও রিগান চন্দ্র দেবনাথসহ তার দুই ভাই এবং আটককৃত ডাকাত দেলোয়ার আহত হন।
পরে আহতদের নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নাঙ্গলকোট থানার ওসি মোহাম্মদ আইয়ুব জানান, আহত ডাকাত দেলোয়ারের অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
সূত্রঃ যুগান্তর
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com