মোঃ আবুল কালামঃ মঙ্গলবার লাকসাম এ. মালেক ইন্সটিটিউশনে (রেলওয়ে হাইস্কুল) জার্মানীর স্বেচ্ছাসেবী যুব সংস্থা (বাংলাদেশ যোগেনড্ফরডেরানস এফ.ভি) -এর উদ্যোগে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের ১৯ জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীর মাঝে বৃত্তির টাকা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের বৃহত্তর কুমিল্লা জেলা সমন্বয়কারী আলহাজ মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বৃত্তি বিতরণ করেন, লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মহব্বত আলী।
বিশেষ অতিথি ছিলেন, এ. মালেক ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম, ধর্মীয় শিক্ষক মাওলানা জসিম উদ্দিন, সমাজসেবী মোঃ সাহাবুদ্দিন তুহিন, সাংবাদিক মোঃ আবুল কালাম প্রমুখ। অনুষ্ঠানে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীর মাঝে মাসিক ৫শ’ টাকা, ৯ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে মাসিক ৭শ’ টাকা ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে মাসিক ১ হাজার ১শ’ টাকা হারে গত ৪ মাসের বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছে- আজগরা হাজী আলতাফ আলী হাইস্কুল এন্ড কলেজ, ইছাপুরা সেন্ট্রাল হাইস্কুল, এ. মালেক ইনষ্টিটিউশন, লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, বরইগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়, নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ ও লাকসাম মডেল কলেজের ১৯ জন ছাত্র-ছাত্রী।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com