ডেস্ক রিপোর্টঃ পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি বলেন, চ্যালেঞ্জ যত বড় হবে, সেটাকে অতিক্রম করে সামনে যাওয়াটাই হল সফলতা। যারা সাহসী তারাই সৌভাগ্যবান, এই বাজেট আমরা বাস্তবায়ন করবো। এর মাধ্যমে ২০৩০ ও ২০৪১ সালের লক্ষ্যমাত্রা আমরা অর্জন করবো। বাধা অতিক্রম করতে হবে। মানুষের জীবনে যেমন সুযোগ আসে তেমনি জাতির জীবনেও মাঝে মাঝে সুযোগ আসে, কিন্তু সেটা বারবার আসে না। যত বাধাই আসুক আমাদের সামনে, সে বাধা অতিক্রম করতে হবে।
শনিবার দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দত্তপুরে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপনকালে তিনি এসব কথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তফা জব্বার।
প্রায় ১১ একর জমির উপর এই কমপ্লেক্স নির্মিত হলে ২৫০০ তরুণ তরুণী আইটি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে। জেলা পর্যায়ে আইটি/হাইটেক পার্ক স্থাপনের আওতায় এটি স্থাপিত হচ্ছে। দেশের মোট ১২টি জেলায় এই পার্ক স্থাপন করা হবে।
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com