মুরাদনগর সংবাদদাতাঃ কুমিল্লা মুরাদনগর উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে মৎস্য চাষী জাবেদ সরকারের মৎস্য খামারে বিষ প্রয়োগের মাধ্যমে প্রায় দশ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।
রবিবার রাতে উপজেলার বি-চাপিতলা গ্রামের কালি মন্দিরের দক্ষিন পাশে মৎস্য খামারে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, মৎস চাষী জাবেদ সরকার প্রায় ৩'শ শতাংশ জমি নিয়ে খামার তৈরী করে বাণিজ্যিক ভাবে রুই, কাতল, কার্পসহ বিভিন্ন দেশি প্রজাতির মাছ চাষ করে আসছেন। রবিবার রাতে তার খামারে পূর্বশত্রুতার জের ধরে বিষ দেয়া হয়। নিধন করা মাছের আনুমানিক বাজার মূল্য প্রায় দশ লাখ টাকা। এ বিষয়ে জাবেদ সরকার বাদী হয়ে মিলন মিয়া, শরীফ হোসেন ও কনু মিয়ার নাম উল্লেখ করে বাঙ্গরা বাজার থানায় একটি অভিযোগ করেন।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, অভিযোগের প্রেক্ষিতে একজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করা হবে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com