আশিকুর রহমানঃ আসন্ন ফুটবল বিশ্বকাপ খেলা ২০১৮ কে ঘিরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিটি গ্রামের হাট বাজার, বাসা বাড়ীর ছাদে এবং গাছে ডালে সহ বিভিন্ন কৌশলে পছন্দের দেশের পতাকা আকাশে উড়িয়ে নিজেদের আবেগ প্রকাশ করছে ফুটবল প্রেমিরা। এর মধ্যে আর্জেনটিনা ও ব্রাজিল সমর্থকরা এক অপরের সাথে প্রতিযোগিতা করে পতাকা উড়িয়েছেন অন্যান্য দেশের চেয়ে অনেক বেশি।
উপজেলা সদর সহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখাযায়, ফুটবল প্রেমিরা নিজেদের পছন্দের আত্নপ্রকাশ করার লক্ষে একই বাসার ছাদে ৩/৪ টি থেকে ১০/১২টি পর্যন্ত বিভিন্ন এবারের ফুটবল বিশ্বকাপে অংশ গ্রহনকারী দেশের পতাকা উড়িয়েছে। আবার অনেকেই বাড়ীর আঙ্গিনায় উচু গাছের ডালে এবং কেউ বা বাড়ীর সামনের প্রধান ফটকে বাশ দিয়ে পতাকা উড়িয়ে নিজের সমর্থন প্রকাশ করেছেন। এর মধ্যে অনক স্থানে বিন্ন দেশের পতাকার মাঝে নিজ দেশের লাল সবুজরে পতাকা লাগিয়েছেন উড়িয়ে রেখেছেন অনেকেই। বিশ্বকাপ ফুটবল খেলার উদ্বোধনের দিন যত ঘনিয়ে আসছে ফুটবল প্রেমিরা তাদের আবেগ ও সমর্থন প্রকাশে ততই ব্যাস্ত হয়ে পরছেন। ছুটা ছুটি করছেন বিভিন্ন ইলেকট্রনিক্স দোকানে টিভি কিনতে। আবার অনেকেই সঙ্গবদ্ধ হয়ে মাল্টি মিডিয়া প্রজেক্টর ভাড়া করছেন আগে থেকেই এবং গুনছেন অপেক্ষার প্রহর।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com