বুড়িচং প্রতিনিধিঃ কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সমন্বয়ক শওকত মাহমুদ বলেন, নির্বাচনকে সামনে রেখে বর্তমানে সরকার আবারো নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেয়া আরাম্ভ করেছে। নেতাকর্মীদের নামে একাধিক মামলা থাকার পরও আবারো নতুন মামলা দেয়া হচ্ছে। তিনি সরকারের উদ্যোশে বলেন মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানি বন্ধ করুন। তিনি আরো বলেন, কুমিল্লা শহরে একটি ঘটনায় পরিকল্পিক ভাবে বুড়িচং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু নাসের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম ভূইয়া, উপজেলা ছাত্রদেলর সভাপতি মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ, সাধারণ সম্পাদক আমির হামজা অরুনের নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। কুমিল্লা জমজম হোটেলে এক আলোচনা সভায় তিনি এ কথাগুলি বলেন।
এদিকে মিথ্যা মামলার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় বুড়িচং উপজেলা বিএনপির এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি হাজী মিজানুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা দ. জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন জসিম, বুড়িচং উপজেলা বিএনপির সেক্রেটারী মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির বাবুল, সহ-সভাপতি মোঃ কবির হোসেন, এড. শরিফুল ইসলাম, এড. ফারুক আহাম্মদ, আবদুল ওয়াহেদ সুয়া মিয়া মেম্বার, যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান সিপন, মোঃ সালাউদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম লাভলু, উপজেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, শ্রমিক দলের সেক্রেটারী শহিদ উল্লাহ, কৃষক দলের সেক্রেটারী জসিম মাহমুদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মনিরুল ইসলাম, ছাত্রদলের সাবেক সেক্রেটারী জামাল হোসেন, যুগ্ম সম্পাদক সুমন ভূইয়া, কলেজ ছাত্রদলের সভাপতি সাইফ উদ্দিন সবুজ। সভায় বক্তারা মিথ্যা মামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত এই মামলা প্রত্যাহারের দাবী জানান।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com