মুরাদনগর সংবাদদাতাঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার চৈনপুর, সোনারামপুর, কমলপুর, টনকী,বৈলাবাড়ী মাজুর বড়পুকুরিয়া, আলিনগর বাইড়া, লীলপুর, দুইরা, পূর্বঘোড়াশাল জামালপুর ও অনন্তপুর গ্রামকে মাদকমুক্ত ঘেষনা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে টনকী ইউনিয়নের টনকী হানিফ সরকার উচ্চ বিদ্যালয় মাঠে এক মত বিনিময় সভায় এ ঘোষনা দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিতু মরিয়ম।
ইউনিয়ন পরিষদের আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান জাকির হেসাইন সরকার। কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক আনিছুর রহমান তানিমের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার শ্রীকাইল সরকারি কলেজের প্রভাষক কামরুল হাসান মিকাইল ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রিয় সাধারন সম্পাদক গাজীউল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, টনকী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল উদ্দিন, চৈনপুর দাখিল মাদ্রাসার সুপার আবু সায়েম, ইউপি সচিব জাকির হোসেন, ইউপি সদস্য কাওছার, জসিম উদ্দিন, ইদ্দ্রিস মিয়া, নজরুল ইসলাম, আ: রহিম প্রমুখ।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com