ডেস্ক রিপোর্টঃ কুমিল্লার লাকসাম উপজেলায় মাটিবাহি ট্রাক ও ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরপরে প্রায় আধাঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে ।
শুক্রবার (২৯ জুন) সকাল পৌনে ১০ টার দিকে লাকসাম পৌর সদরের পূর্ব লাকসাম কসাইখানা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে ।
স্থানীয় সূত্রে জানায়, ঢাকা চট্টগ্রাম রেলপথে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামি দ্রুতগতির বিজয় এক্সপ্রেস ট্রেন পূর্ব লাকসাম কসাইখানা এলাকায় রেলক্রসিং অতিক্রম করার সময় মাটিবাহি একটি ট্রাকের পিছনে ধাক্কা লাগে। এতে ট্রাকটি রেললাইনের বাহিরে ধুমড়েমুচড়ে যায়,এতে ৩০ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে । এ ঘটনায় ট্রাকের চালক আহত হয় বলে জানা গেছে ।
লাকসাম রেলওয়ে থানার ওসি ওসমান গনি পাঠান ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি ধুমড়েমুচড়ে পড়ে থাকতে দেখি।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com