ডেস্ক রির্পেোটঃ কুমিল্লা মহানগরীর কাপ্তানবাজার এলাকায় বেপারী পুকুরের একটি পাড়ের রিটার্নিং ওয়াল ধসে পড়েছে। প্রাচীন এ পুকুরটির পূর্বপাড়ের বিশাল স্থানজুড়ে বড় ফাটল সৃষ্টি হয়ে সড়কসহ ধসে পড়ে। এতে এলাকার ব্যস্ততম ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে হয়।
স্থানীয়রা জানান, নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে তড়িঘড়ি করে বেপারী পুকুরের রিটার্নিং ওয়ালের কাজ করা হয়েছে। সেই সঙ্গে ডিজাইনে ত্রুটি ছিল। বুধবার অতিরিক্ত বৃষ্টিতে সড়কসহ ওই পুকুরের রিটার্নিং ওয়াল ধসে পড়ে। এতে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শেখ মো. নুরুল্লাহ জানান, স্থানীয় লোকজন বিষয়টি জানিয়েছে। অতি দ্রুত বেপারী পুকুরের রিটার্নিং ওয়ালের সংস্কার কাজ শুরু হবে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com