আশিকুর রহমানঃ আগামী ১৪ জুলাই দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর প্রথম রাউন্ডে ব্রাহ্মণপাড়া উপজেলায় ভিটামিন-এ ক্যাপসুল পাবে ৩৪ হাজার ১শ ৮৬ জন শিশু। এরমধ্যে ১২ থেকে ৫৯ মাস বয়সের ২৯ হাজার ৮শ ৬৩ জন শিশু পবে লাল রংয়ের (২লক্ষ) ভিটামিন-এ ক্যাপসুল এবং ৬ থেকে ১১ মাস বয়সের ৪ হাজার ৩শ ২৩ জন শিশু পাবে নীল রংয়ের (১লক্ষ) ভিটামিন-এ ক্যাপসুল। আগামী শনিবারে অনুষ্ঠিত জাতীয় এই কর্মসূচী শতভাগ সফল করার লক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তর গতকাল বৃহস্পতিবার দুপুরে এক উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভার আয়োজন করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহিরুল হক। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মোঃ মামুন খান। পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোঃ কামরুল হাসান সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির, উপজেলা শিক্ষা অফিসার মোঃ সেলিম মুন্সি, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ ফারুক আহাম্মেদ। উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাক্তার খোরশিদা রহমান রুবা, ডাক্তার মোঃ সোহেল রানা, ডাক্তার, ডাক্তার হাসিনা সুলতানা, ডাক্তার উম্মে কুলসুম মনিরা, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোঃ জসিম উদ্দিন, এমটি ইপিআই আবুল কাশেম সরকার, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় বক্তারা জানান, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর প্রথম রাউন্ড শতভাগ সফল করার লক্ষে স্থায়ী ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অস্থায়ী ভাবে বিভিন্ন বাস, সিএনজি ষ্ট্রেশন ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স সহ কমিউনিটি ক্লিনিক এবং উপজেলা প্রতিটি গ্রামের টিকাদান কেন্দ্র গুলোতে এই ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। পাশাপাশি প্রচার প্রচারণার জন্য উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং, ইউনিয়ন পরিষদে অবহিতকরণ সভা সহ মসজিদে জুমা নামাজের পূর্বে ইমামগণ মুসলিদের উদ্দ্যোশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বয়ান করে মানুষকে অবহিত করা হবে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com