মো.জাকির হোসেনঃ বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এড. আবদুল মতিন খসরু এমপি বলেন, মানুষের চারটি মৌলিক অধিকারের মধ্যে চিকিৎসা সেবা অন্যতম। মানুষ যখন অসুস্থ্য হয় তখন সব কিছু বিলিয়ে দিয়ে সুস্থ্যতার জন্য ছুটে যায় ডাক্তারের কাছে। ডাক্তারের দেয়া ব্যবস্থা পত্রের ঔষধ সঠিক ভাবে গ্রহন না করতে পেরে অনেকেই বিভিন্ন সমস্যার সম্মূখিন হচ্ছে। মডেল ফার্মেসী সাধারণ মানুষদের ঔষধের সঠিক ব্যবহার সম্পর্কে ধারনা দিবে। বর্তমান সরকার জনগনের দ্বারপ্রানে চিকিৎসা সেবা পৌছে দেয়ার লক্ষে কাজ করে যাচ্ছে।
গতকাল শনিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত বাংলাদেশ ফার্মেসী মডেল উদ্যোগ (বিপিএম) এর পাইলট প্রকল্পের আওতায় বুড়িচং উপজেলা সদরে ১০টি মডেল ফার্মেসী কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলি বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ মোস্তাফিজুল রহমান। বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরুল হাসান, কুমিল্লা আইনজিবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড.মাহাবুবুর রহমান। বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি বুড়িচং উপজেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রত্না দাস, কুমিল্লা ড্রাগ সুপার হারুন অর রশিদ।
এছাড়া উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ, মডেল ফার্মেসীর সত্বাধিকারীগন, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ উপজেলা সদরের মেসার্স হ্যাপী মেডিকো, মেসার্স রোকেয়া মেডিক্যাল হল, মেসার্স হাজী মেডিক্যাল হল, রুমা মেডিকো, নিলয় মেডিক্যাল হল, রাশেদা মেডিক্যাল হল, আমান মেডিক্যাল হল, নিউ ন্যাশনাল মেডিক্যাল হল, করিম ফার্মেসী, দি নিউ মেডিক্যাল হল’কে মডেল ফার্মেসী হিসেবে ঘোষনা করেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com