নাজিম উদ্দিন ভূইয়াঃ কুমিল্লার দেবিদ্বার উপজেলার আশরা গ্রামে জমি সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে ৪ জন গুরুতর আহত হয়েছেন। ১৫জুলাই বিকেল সাড়ে ৩টায় ঘড় তৈরিকে কেন্দ্র করে সামান্য বাকবিতন্ডার এক পর্যায়ে মনিরুল ইসলাম দলবল নিয়ে অন্যায়ভাবে দলবদ্ধ হইয়া নবীনেওয়াজের বসত ভিটায় এসে হমলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। আহত নবীনেওয়াজ ১৯জুলাই (বৃহঃ) কুমিল্লার বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন।
মামলার বিবরনে জানা যায়, র্পূব শত্রুতার জের ধরে গত ১৫/৭/২০১৮ ইং তারিখে বাদীপক্ষ তার পৈত্রিক সম্পত্তিতে ঘড় তুলতে গেলে ১নং আসামী মৃত বাদশা মিয়ার ছেলে আঃ মান্নান এসে বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষ অনেক বাকবিতন্ডায় জড়িয়ে পরে। বাক বিতন্ডার এক র্পযায়ে বাকি আসামীগনরা এসে অরও বহিরাগত কিছু লোকজন নিয়ে বাদী নবীনেওয়াজ(৩৫) সহ তার মা মোসা. আনোয়ারা বেগম(৫০), ভাই মামুন(২০), চাচি রাবেয়া খাতুন(৪৫) কে লাঠিসোটাসহ ধারালো অস্র দিয়ে আঘাত করে আহত করে। পরে স্থানীয় জনতা তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
বাদী নেবীনেওয়াজ জানান, বিগত দিনে তাদের নামে মিথ্যা মামলা দায়ের করে। এখনো আবার বাদী পক্ষকে মিথ্যা মামলা দিয়ে আর্থিকভাবে দুর্বল এবং কাউকে শিক্ষিত হতে দিবেনা বলে হুমকি প্রদর্শন করেন। এছাড়াও কোন চাকুরী বা ব্যবসা করতে দিবেনা বলেও হুমকি দেন।
স্থানীয়ভাবে জানা যায়, র্দীঘদিন যাবৎ উভয় পক্ষের মধ্যে জায়গা জমির ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ চলছে। তারই ধারাবাহিকতায় নবীনেওয়াজ তার পৈত্রিক সম্পত্তিতে ঘড় তুলতে গেলে মনিরুল ইসলাম বহিরাগত কিছু লোক নিয়ে এসে তাদের উপর হামলা চালায়। এতে ৪জন আহত হয়।
এব্যাপারে বিবাদী মো.মনিরুল ইসলামের সাথে মুঠোফোনে (০১৮৫২০৯৪৬০৮, ০১৮৬৪৩৭০৮৯৯) যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com