মারুফ আহমেদঃ কুমিল্লা দাউদকান্দির ইলিয়টগঞ্জ বাজারে “ইলিয়টগঞ্জ ক্যাবল নেটওয়ার্ক ” এর আড়ালে প্রতিষ্ঠানটির মালিকপক্ষের লোকজন অননুমোদিতভাবে বিদেশী বিভিন্ন পে-চ্যানেল পাইরেসীর মাধ্যমে পরিচালনা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঅবস্থায় বৈধভাবে চ্যানেল পরিচালনাকারী প্রতিষ্ঠানটির অভিযোগের প্রেক্ষিতে তথ্য মন্ত্রণালয় থেকে জেলা পুলিশ,র্যাবসহ সংশ্লিষ্ট প্রশাসনকে লিখিতভাবে পাইরেসি করে স্যাটেলাইট পে-চ্যানেল প্রদর্শন বন্ধে লিখিতভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যায়,ন্যাশনওয়াইড মিডিয়া লিঃ নামের একটি প্রতিষ্ঠান বাংলাদেশে প্রচলিত বিদেশী স্যাটেলাইট টিভি চ্যানেলের সরকার অনুমোদিত একমাত্র পরিবেশক। অথচ অবৈধ সেট টপ বক্সেও মাধ্যমে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় “ ইলিয়টগঞ্জ ক্যাবল নেটওয়ার্ক ” স্বত্ত্বাধিকারী মিঃ রানা মুন্সি নামের এক ব্যক্তি সরকার কর্তৃক অনুমোদিত নয় এমন প্রক্রিয়ায় অবৈধভাবে পাইরেসির মাধ্যমে DTH,STB,IPTV,Set top Box,Tata Sky,Sun Direct,Aritel,Reliance,Dish TV সহ বিভিন্ন পে-চ্যানেল সার্ভারের মাধ্যমে ডাউনলোড করে অবৈধভাবে গ্রাহক পর্যায়ে সম্প্রচার করছে। যা ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক কার্যক্রম পরিচালনা আইন ২০০৬ এর অধীনে প্রনীত ক্যাবল টেলিভিশন বিধিমালা ২০১০ এর পরিপন্থী। এই অবৈধ পাইরেসীর করে সঙগৃহীত অর্থ বিদেশে পাচাঁরেরও অভিযোগ রয়েছে। অবৈধ ভাবে Set Top Boxes ব্যাবহারের বিরুদ্ধে প্রয়োজনীয় দিক নির্দেশনা জারী করে এসংক্রান্তে ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারী ইলিয়টগঞ্জ ক্যাবল নেটওয়ার্ক এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশনা রয়েছে।
তবে স্থানীয় একাধিক ক্যাবল অপারেটররা জানান,ইলিয়টগঞ্জ ক্যাবল নেটওয়ার্ক সরকারীভাবে অবৈধ পাইরেসী বন্ধের নির্দেশনার পরও গোপনে অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার বলেন, আমরা উপরের নির্দেশে বিষয়টি তদন্ত পূর্বক ইলিয়টগঞ্জ ক্যাবল নেটওয়ার্ককে পাইরেসীর মাধ্যমে অবৈধ চ্যানেল পরিচালনা বন্ধে নির্দেশ দিয়েছি।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com