মোঃ নাজিম উদ্দিনঃ কুমিল্লা মুরাদনগর উপজেলায় অভিযান চালিয়ে আমদানি নিশিদ্ধ ১৩’শ লিটার রেক্টিফাইড স্প্রীড উদ্ধার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। এ সময় তিন জনকে আটক করা হয়।
শনিবার সন্ধ্যায় উপজেলার বাঙ্গরা বাজারস্থ রামচন্দ্রপুর বাজার এলায় এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলো, রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের সদস্য নরেশ পালের স্ত্রী নিলীমা রানী(৫০), লালমনিরহাট জেলার রাজাপুর গ্রামের মৃত নরেশ চন্দ্র রায়ের পুত্র নিখিল চন্দ্র রায়(৩৫) ও বরগুনা জেলার আমতলী গ্রামের আমির আলী হাওলাদারের ছেলে সাঈদ(৩০)।
কুমিল্লা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরির্দশক মোহাম্মদ এমদাদুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি টিম পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে। রামচন্দ্রপুর বাজারে স্থানীয় ইউপি সদস্য নরেশ পালের হোমিওপ্যাথিক ঔষদের একটি কারখানা আমদানি নিশিদ্ধ ১৩’ম লিটার রেক্টিফাইড স্প্রীড উদ্ধার করা হয়। এসময় মেম্বারের স্ত্রীসহ ২ জন কর্মচারীকে আটক করা হয়েছে।
তিনি আরো বলেন, আটককৃতদের বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে কুমিল্লা আদালতে প্রেরন করা হয়েছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com