ডেস্ক রিপোর্টঃ দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
রোববার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে কুমিল্লা দক্ষিণ জেলা শাখার অন্তর্গত বরুড়া উপজেলা শাখার কমিটিও স্থগিত করা হয়।
ছাত্রলীগের একাধিক সূত্র জানিয়েছে, রোববার দুপুরে বরুড়া উপজেলা শাখার কমিটি প্রকাশ করে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক। দুই ঘন্টার মাথায় তাদের দেয়া কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি।
অভিযোগ উঠেছে, অনৈতিক লেনদেনের মাধ্যমে গঠনতন্ত্র লংঘন করে বরুড়া উপজেলা শাখার নবগঠিত ওই কমিটিতে অছাত্র, বিবাহিত, সরকারি চাকুরে, মাদক ব্যবসায়ী ও বয়স্ক লোকদের স্থান দেয়া হয়েছে।
জানা গেছে, ২৫ জুলাই এ কমিটির অনুমোদন দেয় কুমিল্লা জেলা ছাত্রলীগের সভাপতি অপি ও সাধারণ সম্পাদক রুবেল। কিন্তু অনৈতিক লেনদেন ও গঠনতন্ত্র লংঘন করায় এটি প্রকাশে বিলম্ব করে তারা। সর্বশেষ আজ দুপুরে প্রকাশ করলেও দুই ঘন্টার মাথায় কমিটিতে স্থগিতাদেশ দিয়ে দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।
সূত্রঃ যুগান্তর
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com