মো. জাকির হোসেনঃ রোববার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় মদিনা ফিলিং ষ্টেশনের সামনে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার পুলিশ ঢাকা গামী হানিফ পরিবহনে তল্লাশী চালিয়ে দুই যাত্রীর কাছ থেকে ১০ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এই ঘটনায় বুড়িচং থানায় মাদক আইনে মামলা রুজু হয়।
পুলিশ জানায় রোববার সন্ধ্যায় ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি মাহাবুবুর রহমানের নেতৃত্বে এস আই আব্দুস সালাম সঙ্গীয় ফোর্স সহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া মদিনা ফিলিং ষ্টেশনের সামনে চেকপোষ্ট বসিয়ে যাত্রী বাহি বাস সহ বিভিন্ন যান বাহনে তল্লাশী চালায়। চট্টগ্রাম থেকে ঢাকা গামী হানিফ পরিবহনের (ঢাকা-মেট্টো-ব-১৪-৮৯৫৪) একটি যাত্রী বাহি বাসে তল্লাশী চালায়। এসময় বাসের সিটে বসা দুই যুবককে তল্লাশী করে তাদের নিকট থেকে ১০ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আটককৃতরা হল মুন্সীগঞ্জ জেলার ফতোল্লা উপজেলার নয়ামাটি গ্রামের আয়নাল হক ভান্ডারীর ছেলে রফিকুল ইসলাম ইকন(৩০) একই গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মোঃ উজ্জল (৩০)। আটকৃত দের বিরুদ্ধে রোববার রাতে বুড়িচং থানায় হাইওয়ে ক্রসিং থানার পুলিশ মাদক আইনে মামলা দায়ের করে ।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com