ডেস্ক রিপোর্টঃ আবার মোটর সাইকেল চুরির হিড়িক পড়েছে নগরীতে। নগরের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিনই চুরির ঘটনা ঘটছে বলে পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে। তবে চুরি হলেও ভুক্তভোগীরা সবাই থানা পুলিশের কাছে গিয়ে অভিযোগ করেন না। গ্রেপ্তারের পর পর জামিনে বের হয়ে চোরেরা বার বার একই অপরাধে জড়িয়ে পড়ছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিমত।
তবে ভুক্তভোগীদের অভিযোগ, পুলিশী তৎপরতার শিথিলতার কারণে মোটর সাইকেল চুরি ফের বেড়েছে। গত ২৯ জুন কুমিল্লায় ৮ মোটরসাইকেলসহ ৭ চোর গ্রেফতার গ্রেপ্তার করেছিল। এর পর চুরি অনেকটা বন্ধ হয়ে যায়। কিন্তু এখন অভিযান শিথিল হয়ে পড়ায় পুনরায় চুরির ঘটনা বেড়ে গেছে।
গত ২৮ জুলাই, কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মাইনুল হোসেনের মোটরসাইকেলটি এলজিডি অফিসের কাছ খেকে চুরি হয়ে যায়। তিনি এই নিয়ে কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
হঠাৎ করে এ কুমিল্লা নগরীতে মোটর সাইকেল চুরি হওয়ায় আতংকিত হয়ে পড়েছে এলাকাবাসী। তারা এ চুরি রোধে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কিছুদিন গা ঢাকা দেয় সংঘবদ্ধ চোর চক্র। আবার আইন-শৃংখলা বাহিনীর অভিযান কমে আসলেই শুরু হয়ে যায় চুরি।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com