মনোহরগঞ্জ প্রতিনিধিঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মো: তাজুল ইসলাম এমপি বলেছেন, মা-বাবা যেমন সন্তানদের নিঃস্বার্থভাবে ভালোবাসেন তেমনি শিক্ষকরাও শিক্ষার্থীদের নিঃস্বার্থভাবে জ্ঞান দান করেন। পৃথিবীতে পিতা-মাতা আর শিক্ষক এই দুই শ্রেণির মানুষই চান তাদের সন্তান- শিক্ষার্থীরা যেন সঠিক জ্ঞান অর্জন করে আলোকিত মানুষ হন। তাই শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন ও মান সম্মত শিক্ষার নিশ্চিত করতে শিক্ষকরাই বড় ভূমিকা রাখেন। নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের পরিচর্যা করতে হবে। তাহলেই সাফল্য আসবে। আলোকিত হবে সমাজ। এগিয়ে যাবে দেশ। বর্তমান শিক্ষা বান্ধব সরকার দেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়নে নানামুখী পদক্ষেপ নিয়েছেন। বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই বিতরণ করে শেখ হাসিনার সরকার সারা বিশ্বে দৃষ্টান্ত গড়েছেন। পৃথিবীর কোন দেশেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের এত কোটি বই তুলে দেওয়ার নজির নেই। গতকাল সোমবার মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে মনোহরগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিয়মত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আমরা গোল্ডেন জিপিএ-৫ ও পাশের হার শতভাগ নিশ্চিত চাই, তবে সেটা নকলের মহোৎসবের অশুভ প্রতিযোগিতায় নয়। তাহ হতে গুণগত ও মানসম্পন্ন জ্ঞানার্জনের মাধ্যমে। আর এ মান সম্পন্ন শিক্ষা নিশ্চিতকরণের শিক্ষকদের দায়িত্বশীল হতে হবে। তিনি সকল শিক্ষকের উপরে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের আহবান জানান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মইনুল ইসলাম।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দাউদ হোসেন চৌধুরী। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ইলিয়াছ পাটোয়ারী, কুমিল্লা জেলা পরিষদের সদস্য মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী। নাথেরপেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মনির হোসেন, মো: হানিফ মিয়া, চেয়ারম্যান আলমগীর হোসেন, আবদুল মন্নান, কামাল হোসেন, ইকবাল হোসেন, জিয়াউর রহমান শাহীন জিয়া,মহিন উদ্দিন চৌধুরী, আল আমিন ভূঁইয়া, রুহুল আমিন, সাইদুর রহমান দুলাল, হাতিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া হায়দার, লৎসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দেবনাথ, আশিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক মজুমদার, আশিয়াদারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালে আহম্মদ, দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া আক্তার, হাটিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, মান্দারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলামসহ উপজেলার প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com