আকবর হোসেনঃ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বিতরণ করা হয়েছে।
উপজেলার ১১টি ইউনিয়নের মোট ৯হাজার ৬শত ৪৬ জনের মধ্যে ১বছরের মোট ৬ কোটি ৯৪ লক্ষ ৮শত টাকা বিতরণ করা হয়েছে। তার মধ্যে ৬হাজার ৩শত ৬৮জন বয়স্ক পুরুষ-মহিলার মাঝে মোট ৩ কোটি ২লক্ষ ৮০০শত টাকা বিতরণ করা হয়েছে। ২০০০হাজার ১জন বিধবার মাঝে মোট ১কোটি ২০লক্ষ ৬হাজার টাকা বিধবা ভাতা বিতরণ করা হয়েছে। এছাড়াও ১২শত ৭৭জন অসচ্ছল প্রতিবন্ধীর মাঝে ১ কোটি ৭২লক্ষ ৬হাজার ৮০০শত টাকা বিতরণ করা হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বিতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মো: তাজুল ইসলাম এমপি। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ইলিয়াছ পাটোয়ারী, উপজেলা নির্বাহী অফিসার মো: দাউদ হোসেন চৌধুরী, কুমিল্লা জেলা পরিষদের সদস্য মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, উপজেলা সমাজসেবা অফিসার (অঃদাঃ) তাজুল ইসলাম মজুমদারসহ আরো অনেকে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com