মো.জাকির হোসেনঃ বঙ্গবন্ধুর রক্তে ঋণে বাংলাদেশ, প্রয়োজনে রক্ত দিব, গড়বো মোরা সুস্থ দেশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় কুমিল্লা জেলায় ১ লক্ষ মানুষের রক্তের গ্রুপ নির্ণয়ের অংশ হিসাবে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভিত্তিক রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম শুরু হয়েছে। বুড়িচং উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ১০টি কেন্দ্রের মোট ৫ হাজার লোকের রক্তের গ্রুপ নির্ণয় করা হবে। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এবং কুমিল্লাস্থ মীম হসপিটালের আয়োজনে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার জুনাব আলী কলেজে শিক্ষার্থীদের কলেজের বিএনসিসির হল রুমে দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয়ের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোকাম ইউপি চেয়ারম্যান মোঃ ফজলুল হক মুন্সি। এ কার্যক্রম বিভিন্ন ইউনিয়নে প্রশাসনের নির্ধারিত তারিখে আগামী ১৫ আগষ্ট পর্যন্ত অব্যাহত থাকবে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়, বিভিন্ন সরকারী ও বেসরকারী ক্লিনিক, বিভিন্ন প্যাথলজী ও স্বাস্থ্য সেবা কেন্দ্রের যৌথ উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রত্না দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লাস্থ মীম হসপিটালের প্রতিষ্ঠাতা, বুড়িচং উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমানের বড় বোন খায়রুননেছা মুক্তা, হসপিটালের পরিচালক বীরমুক্তিযোদ্ধা মো: আবদুস সালাম, ম্যানেজার মোঃ মহিউদ্দিন, অফিসার মিজানুর রহমান, হিসাব রক্ষক দুলাল হোসেন ভূঁইয়া,নজরুল ইসলাম।
নিমসার জুনাব আলী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মামুন মিয়া মজুমদার,উপাধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন, প্রভাষক মোঃ আল আমিন,প্রভাষক মঞ্জুর রহমান,প্রভাষক মাজহারুল আলম মোকাম ইউপি সচিব মোঃ লেয়াকত আলী,উপজেলা স্বাস্থ্য সহাকারী জাহাঙ্গীর আলম খান,নাসিমা আক্তার,সহকারী স্বাস্থ্য পরিচালক গোলাম সারোয়ার,সি,এইচ,সি,পি ওমর ফারুক,শাহনেওয়াজ,শাহীনুর আক্তার,মোঃ আঃ আলীম, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকগণ উপস্থিত ছিলেন। এসময় সহযোগিতা করেন স্বাস্থ্য বিভাগের এস. এ.সি.এম.ও গাজী উল হাসান আজগর,সি.এইচ.সি.পি.জাকির হোসেন রাজু,আলেয়া বেগম,নুরুল আলম, মাসুদুল হক,স্বাস্থ্য সহকারী সংগঠনের সেক্রেটারি রাছেল হোসেন,রিফাত সুলতানা প্রমুখ।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com