নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার নাঙ্গলকোটে নিখোঁজের তিন দিন পর বিল থেকে আবদুল মুনাফ নামে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আবদুল মুনাফ জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিড়য়া ইউনিয়নের নেতড়া গ্রামের মৃত আবদুল হালিমের ছেলে।
বুধবার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের গোরকমুড়া গ্রামের পাশের খাজুরিয়া বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
আবদুল মুনাফের স্ত্রী কুলসুম বিবি জানান, তার স্বামী মানসিক রোগী। তারা কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। গত তিন দিন আগে তার বোনের বাড়ি নাঙ্গলকোটের গোরকমুড়া থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেননি তার স্বামী। সকালে স্থানীয়রা বিলে তার স্বামীর লাশ দেখতে পেয়ে পুলিশে খরব দেয়।
নাঙ্গলকোট থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, ওই ব্যক্তি পানিতে ডুবে মারা যায়নি। কারণ তার গলায় দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এটি হত্যা।
ওসি জানান, দুপুরে লাশ উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com