ডেস্ক রিপোর্টঃ কুমিল্লার ভারত সীমান্তবর্তী এলাকায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভারতের অভ্যন্তরে “শ্রীমান্তপুর এলসিএস”নামক স্থানে এ পতাকা বৈঠক হয়। এসময় ১০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার গোলাম সারোয়ার, ৮৬ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সুরেন্দর কুমার ও ১৪৫ বিএসএফ কামন্ড্যান্ট গণেশ কুমারসহ দু’দেশের সীমান্ত রক্ষা বাহিনীর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে ১০ বিজিবির অধিনায়ক খন্দকার গোলাম সারোয়ার বলেন, বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ এবং মাদক চোরাচালানের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুস্মরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও এাছাড়া বিজিবি-বিএসএফ কর্মকর্তাগণ সীমান্তে পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ সর্ম্পক বজায় রেখে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন বলেও জানান তিনি।
কুমিল্লা বিজিবি সূত্র জানায়, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতাধীন বিবির বাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলারের বিপরীতে ভারতের অভ্যন্তরে “শ্রীমান্তপুর এলসিএস”নামক স্থানে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
পতাকা বৈঠকে বিজিবি অধিনায়ক সীমান্ত হত্যা এবং মাদক চোরাচালানের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুস্মরণ করার জন্য বিএসএসফ কমান্ড্যান্টদের আহবান জানালে প্রত্যেক ব্যাটালিয়ন কমান্ডার এ ব্যাপারে একমত পোষণ করেন। এছাড়াও মাদক পাচার, চোরাচালান দমন, নারী ও শিশু পাচার প্রতিরোধসহ সীমান্তে যে কোন ধরনের সমস্যা হলে ব্যাটালিয়ন/কোম্পানী কমান্ডার পর্যায়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা হবে বলেও একমত পোষণ করেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com